শনিবার ৮ নভেম্বর ২০২৫ - ২১:৪০
ফাতিমা যাহরা (সা.)-এর বিপদ ও দুঃখ আমরা কখনোই অনুধাবন করতে পারব না

হযরত আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি বলেছেন: রাসূলুল্লাহ (সা.)-এর পর এমন একটি অধিকার পদদলিত হয়েছে, যে রকম অধিকার এই দুনিয়ায় আগে কখনো পদদলিত হয়নি এবং ভবিষ্যতেও হবে না।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, হযরত আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি হযরত ফাতিমা যাহরা (সা.)-এর মহান ব্যক্তিত্বের মর্যাদা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন:
ফাতিমা যাহরা (সা.)-এর বিপদ ও দুঃখ আমাদের কল্পনারও বাইরে — আমরা তা কখনোই বুঝতে সক্ষম নই।

তিনি আরও বলেন: রাসূলুল্লাহ (সা.)-এর পর এমন একটি অধিকার নষ্ট করা হয়েছে, যা গোটা বিশ্বে আগে কখনো নষ্ট হয়নি এবং ভবিষ্যতেও নষ্ট হবে না। এমন এক ব্যক্তিত্বকে শোকাহত করা হয়েছে, যার তুলনা সমগ্র সৃষ্টিজগতে নেই — এবং সেই শোক এমন এক শোক, যার পূর্বেও কোনো নজির নেই এবং ভবিষ্যতেও থাকবে না...

আপনার কমেন্ট

You are replying to: .
captcha